করোনা পূর্ববর্তীতে কর্ম জীবনে আমার অফিসিয়াল ড্রেস বলতে যা ছিল তা হচ্ছে – একদম কেতাদুরস্ত ফর্মাল শার্ট, প্যান্ট, বেল্ট, এবং সু। শনিবারদিন আর শুক্রুবার মোস্টলি আমি পাঞ্জাবী পরতাম। আমার ২য় ড্রেস হিসেবে পাঞ্জাবীই আমার সবচেয়ে প্রিয়।
তারপরে করোনা চলে আসল, অন্য সবার মত আমিও রিমোট অফিস করা শুরু করলাম এবং পরবর্তীতে সব ধীরে ধীরে স্বাভাবিক হলেও আমার কেনো যেন আর আগের ড্রেসে যাওয়া হলনা অনেকদিন। সবই করছি কিন্ত কেন জানি ঐ ড্রেসে যাওয়াতেই সব যেন আলস্য।
BITM ছারার পরে ত গ্রিন গ্রোসারি নিয়েই থাকি, এখানে খুব ফরমাল মিটিংও তেমন হবার সুযোগ কম থাকে আর আগের মত ফরমাল ড্রেসও পরা হত না। কিন্ত এতে দেখলাম, আমি বিভিন্ন মজাদার সমস্যায় পরে গেলাম। বরাবরের মতই আমি বিশ্বাস করি, ভেতরের কিছু চেঞ্জ করতে হলে বাহিরটা চেঞ্জও সমান গুরুত্বপূর্ণ।
এখন আমি আবার ফরমাল ড্রেসে ব্যাক করলাম। একদম সাজুগুজু করা ফরমাল ড্রেস।
আমার মত আমাদের চাকরী, ব্যবসায় যাই করিনা না কেন, এতে ফরমাল/ সেমি ফরমাল গেটয়াপ মেইন্টেন করাটা অনেক দরকার। কারনগুলো আমার মত করে ব্যখ্যা করার চেস্টা করছি-
১) প্রতিদিন ঘুম থেকে উঠেই আমরা জীবন যুদ্ধে নেমে যাই। সৈনিকদের নিজস্ব একটা ইউনিফর্ম থাকতে হয়। এটা যে শুধুমাত্র দেখতে ভালো লাগে ঠিক তার জন্য না। এই পোষাক তাকে ডিসিপ্লিন করে, তাকে তার কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল করে। আমার কাছেও ফরমাল/সেমি ফরমাল পোষাকটা এই সৈনিকদের ইউনিফরমের মতই মনে হয়।
২) লিডারশিপের সাথে যদিও পোষাকের সরাসরি সম্পর্ক নেই। তবুও আমি মনে একজন লিডারকে তার পোষাক সম্পর্কে সবসময়েই সচেতন থাকতে হয়। ফরমাল পোষাক একজন লিডারকে ভিন্নতা এনে দেয়, তার ব্যক্তিত্ত্বকে বিকশিত করে।
৩) যে কোনো ধরনের ফরমাল /ইমফরমাল প্রোগ্রামেই ফরমাল ড্রেস সমানভাবে গ্রহনযোগ্য। কিন্ত একদম ক্যাজুয়াল পোষাকে সব ফরমাল ইনভাইটেশনে অনেক সময় যাওয়াটা একটু অদ্ভুত দেখায়।
৪) ফরমাল পোষাকে মিটিং করাটাকে আমার কাছে একটা প্রফেশনাল এটিকেট বলেই মনে হয়।
যদিও অনেক সফল পেশাজিবি, উদ্যোক্তারা একদম ইমফরমাল পোষাকেই কম্ফরটেবল এবং এ পোষাকেই তারা সফল। এতে অবশ্যই ভুলের কিছু নেই। আমি উপরে এতক্ষন যা আলোচনা করলাম তা একেবারেই আমার নিজস্ব ভাবনা।